অনিচ্ছার বিরুদ্ধ-ইচ্ছায়
কতকিছু করে যেতে হয়
হয় সয়ে যেতে—
ইচ্ছার দরজায় তালা দিলে
কে, ক'জন খোঁজ রাখে!
হেঁটে যেতে-যেতে পথে
বেপথের সাথে কথা বলা ভুল
কত ঘর ভেঙে দেয়
দেয় জল চোখ থেকে চোখে—
কে, ক'জন খোঁজ রাখে!
জীবন পৃথক হয় জীবনের বেশে।
জানা আর না-জানার দোলাচলে
সাদা পাতার শূন্যতা ঢেকে
কে জানে কখন
জীবন কবিতা হয়
গদ্য কখন!
Comments
Post a Comment