জয়িতা চট্টোপাধ্যায়


এখন সন্ধে কবরখানায় 
প্রান্তে থাকা কিছু মানুষ 
নিজের হাতেই ব্লেড রেখে কাটে শিরা 
বিষাদ তোমার-আমার এখানে ব্যক্তিগত
কিছু রাত দাঁড়ায় পাড়ার মোড়ে 
কিছু মানুষের কাছে দামি একান্ত বাড়ি ফেরা।

Comments