রঞ্জনা বসু


ওই আকাশে
উড়ান যদি পাই, তবে
ভালোবেসে বাউল গানের 
নৌকা হয়ে যাই। 

সাতটি রঙে আঁকতে পারি প্রীতি
দু'মুঠো গরম ভাতে জুটে যায় যদি
আর একটু বেশি, তবে
ভরপুর বেঁচে থাকি
তুলে আনি বোধি। 

ধুলোমাখা দিন যদি আলো না-মাখে
মায়াবী রূপ সে তো অদেখা থাকে
আলোর ঠিকানা খোঁজে উজান প্রাণ। 

সেই অনন্য স্পর্শ দাও
আমাকে জাগিয়ে রাখো অনন্ত গানে
সে-দিশার তৃষা আজও রয়েছে অন্তরে। 

Comments