রামানন্দ সেন


ঝরে যায় প্রতিটি পল, ঘন্টা, দিন 
কত ক্যালেন্ডার-পাতা ঝরলো কে জানে!

মরুঝড়ে ঢেকে যাই বালুস্তূপে
মুঠোয় আগলে রাখি 
রঙিন পাখির পালক 
আমার জীর্ণ পাতলুনের
খাঁজে জমে লাল-হলুদ পাথরদানা।

তুষারপাতে দাঁড়িয়ে দু'বাহু তুলে 
ছুঁতে চেয়েছি আকাশ!

প্রতি মুহূর্তে ঝরে পড়া 
কত অজানা ফুল 
স্বপ্নের বিছানায় কেটে যায় কাল!

বাড়ুক বয়স, কী আসে-যায়
ক্লান্তিহীন পায়ে হেঁটে যাবো 
যান্ত্রিক চুল্লির স্বয়ংক্রিয় দরজায়
নতুন কবিতার অন্বেষণে!

Comments