তীর্থঙ্কর সুমিত

কত স্বপ্ন ভাঙছে
কত স্বপ্ন গড়ছে
কত স্বপ্ন হাত বদলে, পুড়ে যাচ্ছে নিশ্চয়ই।
চেয়ে দেখো—
ভোরের আকাশে
কত স্বপ্ন বদলে যাচ্ছে।
আমরাও বদলে যাচ্ছি
অনামি বন্দরে কত জাহাজ ভিড়িয়েছে সময়কে।
যারা বদলে-বদলে গেছে
তাদের সাথে দেখা হয় প্রতিদিন
কথা হয়, মানুষের ভিড়ে

হারিয়ে যায় স্বপ্নভিড়ের যাত্রী।

Comments