আমি কবিতায় ইচ্ছাকৃত বিষাদ আনি; ব্যস্ত করি সুচারু তার মুখমণ্ডল।
সময়ের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক আমার ভাবনার; সব অগ্ৰাহ্য বলিরেখা আমায় যেন বেঁধে রাখে।
দুপুর গড়ালে যখন আমার সহজাত বাতিঘর ক্লান্ত হয়ে আসে; চোখের ওপর প্রলেপহীন কারণ ঘনায়; তখন অকালে ঘুমিয়ে পড়ে সমস্ত সক্রিয়তা।
তোমার-আমার গল্প নিয়েই বাড়ে দ্বিত্ব রাত্রি; এই একঘেয়েমি কবিতা; আমার পাঠককুল-কে জলে ফেলে দেওয়ার প্রয়াস!
তোমার বাঁ-পাশে শান্তির ঘুম আছে; আমার বাঁ-পাশে প্রতিদিন ভিজে যায় একটি সাহিত্য আকাদেমি পুরস্কার!
সাব্বাশ! দুর্দান্ত! এই বলিষ্ঠ উচ্চারণের খোঁজেই তো চিরকালীন কবিতা নারীটির বয়স বাড়েনি...ভালোবাসায় উড়ে আসে যুগের পর যুগ ধরে এক অনন্ত কৌতুহল।
ReplyDelete