তানিয়া ব্যানার্জি


যা দিয়েছো, তা চাওয়ার চেয়েও বেশি।
তোমার ঘরে যে এত শস্য মজুত, 
তুমি আগে বলোনি তো মেহেজবিন?

আজ উৎসব... 
কী করে দেখাই তোমায়
আমার বুকের ভেতর আজ অজস্র ঝাড়বাতি।

গভীর রাতে ঘরে চাঁদ নেমে এলে,
নবজন্ম হয়।

আগে বলোনি কেন? 

আমি অকারণ রাত জেগে জোনাকি গুনতাম না।

Comments