আমার কাছে অনন্ত চেয়েছিলে
অনন্ত আমার কাছে নেইঅনন্ত বাড়ি চলে গেছে
মুদির দোকানে কিছু বাকি রেখে
অনন্ত বাড়ি চলে গেছে
জোয়ারের জলে দেখি চাঁদ ভিজে গেছে
ভিজে মাটি ভিজে-ভিজে জল রাস্তা পিছল
তাই টিপে-টিপে চলি
তুমি অনন্ত চেয়েছিলে
মুদির দোকানে কিছু বাকি রেখে
অনন্ত চলে গেছে
সামিয়ানা পেতে মাছ ধরা
পর্দা টাঙিয়ে মুখের আদল গড়া
বেনোজলে অনন্ত ভেসে গেছে বেহুলাকে নিয়ে
মুদির দোকানে কিছু দেনা বাকি রেখে দিয়ে
Comments
Post a Comment