কাকলি দাস


সাধের বারান্দার ফুলগাছ
অপরাজিতা তার নাম
হেরেছে যেদিন জীবনযুদ্ধে
বুঝেছি অন্য কফি-কাপ ছুঁয়েছে ঠোঁট
অপরাজিতা হেরে যায়নি
ওকে হারালো কূটনীতিক।

অপরাজিতার স্বপ্ন সাজিয়ে দেবো 
ময়ূরপঙ্খী আবার সাজিয়ে নেবো
ভাসাবে, আবার ভাসাবে
থইথই হবে উঠান গৃহকোণ।
      

Comments