বর্ষা রাত্রি জাগে মেঘে, বিছানায় হাজার জোনাক...
আলোয় সোহাগ ভরে যায়, চরাচরে শরীরের ডাক;
যার কাছে বন্ধকী মন, আধখানা ঘুম সিন্দুকে
তোমারও বোধ রেখে গেছ, ধুলোময় মননের তাকে।
গাছে-গাছে তারা ওঠে ফুটে, মহাকাশময় জাগে ক্ষত
জীবনের আলোমাখা পথে, জীবনই তো অপেক্ষারত;
আঁধারের গ্রামে হাট বসে, রিপুদের চলে বেচাকেনা
ঘাটপাড়ে সাজে সেই নাও, হারিয়েছে ঢেউ যার শত।
সন্ধ্যা ঘনায় রাজপথে, রাতপরীদের ঢল নামে
আদরবৈঠা বেয়ে তারা, সুখের কিনারে গিয়ে থামে;
বিষাদসাগরে জাগে ঘুম, নোঙর সোনার কাঠি ছোঁয়
বাতিঘরে সূর্যের দিশা, জাহাজেরা পথ খুঁজে পায়।
Comments
Post a Comment