বনবাসে থাকা জ্যেষ্ঠপুত্র
মধ্যমপুত্রকে বলেছিলেন—
বহু শত্রুর সহিত যুগপৎ বিরোধ না-করতে
আর পরনিন্দা না-করতে।
রাজার পতনের ও রাজ্য হারানোর উহাই কারণ।
কে শুনবে এইসব কথা
মাধবীলতা শুনবে না, দেবশিশুও না।
তারা পাকে-পাকে জড়িয়ে ধরছে সভ্যতা
ভাঙছে-গড়ছে নিজেদের খুশিমতো
অন্ধকার সাজিয়ে রাখছে তোষাখানায়।
Comments
Post a Comment