কাকলি দাস

তোমার সাথে প্রথমবার
শিশিরভেজা ফুটপাথ 
কনকনে এক ভোরে...

রাস্তা তখন শুনশান
ঘাসের বাঁশি, ললিত ছুঁয়ে
শিউলিঝরা মখমলে

অমরকানন, ফুলের মেলায়
রাজপুত্তুর, সাদা ঘোড়ায়
রামধনু দিল, এঁকে, হাতে

জুড়ে গেল চোখের কোণ
কেড়ে নিল মন, ভুলে গেছি
কে প্রথম ভালোবেসেছি!

Comments