রেহানা বীথি

অভিমানের বাষ্প 
জমিয়ে রেখেছি শিশিতে, আমিও 

তুমি কি একাই হাত বাড়িয়ে 
ছুঁয়েছো শূন্য মাঠ?
মাঠের মাঝখানে পাতাশূন্য গাছের মতো 
আমিও তো দাঁড়িয়ে আছি 
আমিও তো ফেটেফুটে যাই 
ফুটিক জলের লালসায় 

তুমি কি জানো 
মাঝেমাঝে তুমুল কম্পন তোলে আমার অভিমানও? 
মুঠোয় বেঁধে রাখি শিশি 
ভাঙতে দিই না
যত্ন করে অভিমানগুলো শিশির ভেতর পুষি।

Comments