জয়িতা ভট্টাচার্য

সুধন্যখালির কাছে একগ্রাম চালা
সুধন্যখালিতে একা জবালা
মধুর ফেরেস্তা তার বনে গেছে দূরে
দখিনরায়ের আদাড়ে মৃতদের ভিড়ে

জবালা থাকে বিধবা গাঁয়ের ঘরে
কুমিরে কামঠে বাঘে আর হরিণে
সাপ জড়িয়ে থাকে সুঁদুরি শেকড়ে
জবালা বনবিবি প্রতি মানসিকে

জেলে-বাগদি পাখিরা গাছেরা
ওখানে পাতার ভিড় ওখানে কালপেঁচারা
নীলজল কথকতা বলে সবুজের কানে 
এ-নদী কান পাতে ওই নদীর বুকে 

বাঘের সাথে এখানে মরণের ভালোবাসা
মানুষেরা আধপেটা আর না-মরে বেঁচে থাকা।

Comments