যাঁরা মুক্তধারা অনলাইন-এর নিয়মিত পাঠক, তাঁরা জানেন যে, জুলাই ২০২৪ থেকে মাসিক সংখ্যা হিসেবে মুক্তধারা অনলাইন আর একসঙ্গে প্রকাশিত হয় না। জুলাই ২০২৪ থেকে আমাদের মনোনীত লেখা ও শিল্পকর্ম আমরা সারামাস জুড়ে এক-এক করে প্রকাশ করি।অর্থাৎ জুন ২০২৪ পর্যন্ত যেভাবে একমাসের মধ্যে বেছে নেওয়া সব লেখা ও ছবি একসঙ্গে প্রকাশিত হতো, সেই পদ্ধতি আর অনুসরণ করা হয় না। তখন থেকেই আমাদের কাছে প্রেরিত যে-কোনো সৃজন আমাদের ভালোলাগার হয়ে উঠলে, আমরা প্রকাশ করে দিই সময়-সুযোগ মতো যে-কোনো দিনে, যে-কোনো সময়ে। অর্থাৎ জুলাই ২০২৪ থেকে মুক্তধারা অনলাইন হয়ে উঠেছে আরও বেশি খোলামেলা; আক্ষরিক অর্থেই আরও 'মুক্তধারা'।
স্বাভাবিকভাবেই জুলাই ২০২৪ থেকেই আলাদা করে আর কোনো সম্পাদকীয় কলম (যা প্রসঙ্গত শীর্ষনাম নিয়ে প্রকাশিত হতো) আমরা প্রকাশ করি না। এই লেখাটিও সেই অর্থে কোনো সম্পাদকীয় নয়। তবে ডিসেম্বর ২০২৪ থেকে আমরা প্রতিমাসে প্রকাশিত লেখা ও শিল্পকর্ম নিয়ে তৈরি একটি পোস্টার, যা সোশ্যাল মিডিয়ায় প্রতিমাসেই দেওয়া হয়, তা এখানেও আপলোড করছি। যাতে প্রত্যেক পাঠক এই ওয়েবপেজে এসেই আমাদের প্রতিমাসের কাজ নিয়ে একটা ধারণা সহজেই করতে পারেন।
সেই সিদ্ধান্ত অনুযায়ী এখানে প্রকাশ করা হলো, ফেব্রুয়ারি ২০২৫-এর সূচি-পোস্টার। আশা করি, আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লাগবে এবং মুক্তধারা অনলাইন একইভাবে আপনাদের মনোযোগ ও প্রশ্রয় পাবে।
~ রাহুল ঘোষ
সম্পাদক, মুক্তধারা অনলাইন
২৮ ফেব্রুয়ারি ২০২৫
ব্যাকগ্রাউন্ডের ছবি-ঋণ : ইওরকোট
Comments
Post a Comment