লালন চাঁদ

স্বেচ্ছামৃত্যুর লাশ ভাসে অশ্রুজলে 
তবু আগলে রাখি কিছু কথা 
বৃক্ষদিবসে বৃষ্টি নেই। দাবদাহ প্রতিদিন। 

বিচ্ছেদের সারা বিছানা জুড়ে 
আঁশটে গন্ধ 
পেরিয়ে যাই নাটমন্দির। উৎসব-রজনী। 

অঙ্কগুলো রোজ সিঁড়ি ভাঙে 
মাটি নিভে যায় 
মৃত্যু এসে টুঁটি টিপে ধরে বেলা-অবেলায়। 

ভূমিকম্পে ভাঙে পৃথিবীর মাধ্যাকর্ষণ 
উল্টো বোঝে রাম। 

Comments