সুমনা পাল ভট্টাচার্য

একপেয়ালা চায়ের পাশে ফুলের তোড়া রেখে তুমি যুদ্ধের গান গাইলে,
আমি হতবাক চেয়ে দেখলাম, হাওয়ায় মিলিয়ে যেতে-যেতে 
এক ধূমায়িত তরঙ্গ নরম পাপড়ির কপাল ছুঁয়ে রেখে যাচ্ছে কবোষ্ণ চুম্বন!
বাইফোকালে শব্দের বজ্রপাত ততক্ষণে আছড়ে পড়েছে,
অস্ত্রের মুঠি অসাড় হয়ে আসছে বিন্দু-বিন্দু মেঘ সম্বলে;
হাঁটু মুড়ে বসে তোমার চোখের নিচে আমার শূন্য করতল বিছিয়ে দিতেই,
ভেসে গেল রণ-প্রাঙ্গণ...

বৃষ্টি এল,
তুমুল বৃষ্টি। 

ধুয়ে যাওয়া ক্যানভাসে পড়ে রইলো শুধু একঘর নিঃশ্বাস,
তোলপাড়, তোলপাড়…

Comments