অদ্ভুত আঁধার এক নেমেছে পৃথিবীতে...
জলের শরীর ভেঙে উড়ে যাচ্ছে, মানুষের চেতনা
বাকরুদ্ধ হয়ে মাপতে থাকি, স্ফুলিঙ্গের দিন
ওপাশে খেলছে, পরমহংস সকাল আর সারসের প্রবোধ
মধ্যবিত্ত রোদ ভেঙে জেগে উঠেছে, আমাদের
পরিপাটি অন্তঃপুর
উল্লাস বলে কিছু নেই, আমাদের মধ্যদুপুরে
বিউগল বাজিয়ে চলে যাওয়া ব্রিগেডিয়ারের
কান্নায় জমে উঠেছে, ব্যারাক স্কোয়ার
একা চতুষ্কোণে বসে দেখি—
ভাগীরথীর পশ্চিমপাড়ে নেমেছে, অদ্ভুত আঁধার এক
এ-সময় কৃষ্ণনাথ কলেজ-বারান্দার অন্ধকার ভেঙে
নিঃসঙ্গ বেরিয়ে যাচ্ছেন, ডঃ শক্তিনাথ ঝা ও তাঁর
পালিত পাণ্ডুলিপি
Comments
Post a Comment