রামানন্দ সেন

নদীর ধারে বালিতে খেলে বেড়ায় গাঙশালিক 
বেগুনকাঁটা গাঁথা
আঙুলে আর লাল রক্তফোঁটা লেগে নেই 
মরুর ক্যাকটাসে আটকে যাওয়া তোমার রঙিন ওড়না খুলে দেবো
সেই উন্মাদনাও আর নেই 
দেওয়ালে ঝুলে থাকা হাতির দাঁতের ফ্রেমে বিবর্ণ ছবি 
ঝাড়ন খুঁজিনি কতদিন 
চোষকাগজে রক্ত, ঘাম অথবা ক্ষতের গাঢ় পু্ঁজের দাগ 
আর নেই 
নিংড়ে নেওয়া 
পাতিলেবুর খোলস এখনও নড়াচড়া করে।

Comments