দীর্ঘদিন পরে আবার এলাম 'প্রসঙ্গত' কলমটি নিয়ে। যদিও প্রথাগতভাবে সম্পাদকীয় লেখার প্রয়োজনে যেভাবে মুক্তধারা অনলাইন পত্রিকার শুরুতে 'প্রসঙ্গত' রাখা হতো, এটা ঠিক তেমন নয়। অর্থাৎ আমাদের এই 'প্রসঙ্গত' প্রথাগত সম্পাদকীয় নয়। তবুও জরুরি কয়েকটি কথা বলার জন্য এই 'প্রসঙ্গত'টির অবতারণা।
নবপর্যায়ে মুক্তধারা জুন ২০২৩ থেকে মুক্তধারা অনলাইন -এ পরিণত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২২টি সংখ্যা প্রকাশিত হয়ে গেল। যদিও জুলাই ২০২৪ থেকে মুক্তধারা অনলাইন আর কোনো মাসের একটি দিনের মধ্যে তার প্রকাশ সীমাবদ্ধ রাখে না, বরং সারামাস ধরেই এক-এক করে বিভিন্ন লেখা ও অন্যান্য শিল্পকর্ম প্রকাশ করে; তবুও একমাসের মধ্যে প্রকাশিত প্রতিটি কাজকে আমরা এবং আমাদের লেখক ও পাঠকেরা একটি সংখ্যার অঙ্গই ভেবেছি। মানুষ যেমন একটি মুদ্রিত মাসিক পত্রিকা পেলে, একদিনেই সব পড়ে নেয় না, বরং একমাস ধরে (কেউ -কেউ হয়তো একপক্ষ বা এক সপ্তাহ ধরে) একটু-একটু করে পড়ে; আমরা আমাদের মুক্তধারা-র সারামাস ধরে প্রকাশকেও তেমন-ই ভেবেছি।
যাইহোক, নবপর্যায়ে ২২মাস অতিক্রম করে আমরা এখন ২৩তম মাসে প্রবেশ করতে চলেছি। অর্থাৎ খুব তাড়াতাড়িই আমরা নবপর্যায়ে ২৪ মাস বা দুই বছর পূর্ণ করে সামনের দিকে এগোবো। ভবিষ্যতের জন্য আমাদের সম্ভাব্য কিছু নতুন পরিকল্পনাও আছে; যার অন্তত কয়েকটি আমরা গ্রহণ করতেই পারি। আশা করি, আমাদের লেখক-পাঠক-শুভাকাঙ্ক্ষীদের যেমন অকুণ্ঠ প্রশ্রয় আমরা এতদিন পেয়ে এসেছি, আগামীতেও তাই পাবো। আপনাদের আসন্ন নতুন বাংলা বছরের অগ্রিম শুভেচ্ছা।
~ রাহুল ঘোষ
৩১ মার্চ ২০২৫
-------------------------------------
এবারে আমাদের প্রচ্ছদচিত্র হিসেবে ব্যবহৃত ছবিটির নাম দিয়েছি 'বসন্ত-বিকেলের ভিক্টোরিয়া'। আলোকচিত্রী—ক্লাস নাইনের ছাত্রী মেঘমালা ঘোষ। ছবি এবং নামকরণ থেকেই পরিষ্কার, ছবিটি সে তুলেছে কলকাতার বিখ্যাত ঐতিহাসিক সৌধ ভিক্টোরিয়া মেমোরিয়াল-এ। ছবি তোলার দিন ১৫ মার্চ ২০২৫ এবং ব্যবহৃত ডিভাইস—রেডমি নোট টুয়েলভ, ফাইভ জি।
------------------------------------
Comments
Post a Comment