কাকলি দাস

একটা কবর খুঁড়ছি 
খুঁড়েই চলেছি সেই কতদিন ধরে
চরমতম যন্ত্রণার ধূসর ছায়া দেখি
পৃথিবী জানে না কোথায় কে কবে নিখোঁজ হলো
খেয়ালে রোজ হাঁটে গোল-গোল...গোল-গোল
রাত বাড়লেই কুকুর কাঁদছিল
আমার মন্দবাসাও আজ হারিয়ে গেল
আবার একটা মৃত্যু

Comments