নৃত্য করো নৃত্য করো বসন পরো মা
তোমার নয় লজ্জা বালাই আমাদের চোখ পুড়ে যায়
দুইবেলা অন্ন জোটাই গিলতে পারি না
মঙ্গল শুদ্ধ শব্দে, শব্দ খারাপ করে পাপিষ্ঠ বয়ান
মানুষের মন পোড়ে ঘরবাড়ি ভাঙে
কথায় জগত বশ শ্রীকৃষ্ণ গৌতমের
আমাদের কথার-কথায় যুদ্ধ সমাগত
কোথাও যাওয়া হচ্ছিল না
ডিপ্রেশান মুড সুইং
অবশেষে এপিফ্যানি
বাছবিচার শিকেয় তুলে চোখের ভরসায়
যেখানে খুশি যখন খুশি চলে গেলেই যাওয়া
যারা যেতে পারে এমন করেই যায়
Comments
Post a Comment