মাঝখানে বয়ে যায় কত জল; নদীখাতে,
সে-সব হিসেব রাখেনি তো কেউ আর,
দু'চোখে শোক গাঢ় হয় কাজলের টানে,
অপেক্ষা মিছিলে পারাপার আবার...
এমনিভাবেই কোনো এক ঘাটে বাঁধা থাকে তরী,
ওপারে যাওয়ার তাগিদ ফিকে হয় ক্রমে,
হয়তো কোনো এক আঁধার-রাতের শেষে,
কুসুমরাঙা আলো ফিরে আসে যদি নদীটির তীরে!
সমবেত নতজানু প্রেম, নৈসর্গীয় শোভা!
তবুও হাত-পা ছোঁড়ে ঈশ্বরীয় অব্যক্ত এক ব্যথা...
Comments
Post a Comment