এমন করেই একলা হেঁটেছি
চৈত্র সমাপনের সন্ধে এঁকে-এঁকে
পাশের পাড়া দিয়ে জ্যোৎস্না হেঁটে যায়
আমার ছাদে হুতুম ডাকে, অমাবস্যা গায়ে
ঝড় উঠেছে ভীষণ কালো, ধুলো মন্দিরে
বাজের ঝলক, দিগন্ত আজ একলা রাত জেগে
ঝড় উঠেছে শুকনো পাতায়,
ঝড় উঠেছে সাগরপারের দেশে
আকাশকুচি আমার চৌকাঠে,
আকাশ ভেঙে টুকরো হয়ে পড়ে
হলুদ আবির ধুয়ে গেল বসন্ত-সমাপনে
নতুন বছর নাড়ছে কড়া
দাঁড়িয়ে আমার চৌকাঠে
Comments
Post a Comment