বাতাসে ভেসে আসে
তোমার চুলের জুঁইগন্ধ।
ঈষৎ মোটা তোমার ওষ্ঠ
স্বাদু খোসা ছাড়ানো লিচু!
স্ফটিক বেদানা-দানা
তোমার স্তনবৃন্তে
অজানা গ্রহ ঝুলে থাকে...
একদিন হয়তো এলে
রাত্রি তখন নিঝুম
অর্গলবিহীন দরজা খুলে বললে—ঘরে এত ছিদ্র
—ওগুলো ছিদ্র নয়, নক্ষত্র।
আমার ঘরে দেওয়াল ছাদ কিছুই নেই
তুমিই শুধু একটা পাথরের সিঁড়ি হয়ে ঝুলে আছো!
Comments
Post a Comment