দেবযানী বন্যা

অপ্রাপ্তির গল্পদের বেসুরো ল্যান্ডিংয়ে
যদি দেখা হয়ে যায়! বেশ তো,
কী দিতে পারো তুমি?
ধুলোবালি জীবনের নুন-হলুদের পাশে
রেখেছি অধুরা নোটপ্যাড—
ভরন্ত অক্ষর দাও সামান‌্য প্রশ্রয়ে,
পেন্ডুলামে সন্ধ্যা নামলেও ফিরবো না লক্ষ্মীর পটে।

মনকেমনের ঘর বনবাসে যাক,
দু'দণ্ড আমার কাছে তিরতির বও যদি 
আতুর হৃদয়খাত ভরনিয়া হে,
খুব কি উজাড় হবে সাম্রাজ্য তোমার!

তবে এসো, হেমলক-চুমু থেকে দ্বিধাগ্রস্ত ঠোঁট ব্যবধানে,
বসো এসে ফিনিক্স অক্ষর,
কলহ ও কলঙ্কের পাণ্ডুর চাঁদ নেমে গেলে
ডানায় জন্ম নিক আমাদের বসন্ত-সন্ততি।

 

Comments