প্রসঙ্গত

কিছুদিন ধরে আমাদের রাজ্যে যতরকম অনভিপ্রেত ও অপ্রীতিকর পরিস্থিতি চলছে, সম্প্রতি দেশের নিরাপত্তা যেভাবে আক্রান্ত হয়েছে দেশের উত্তরপ্রান্তে—এইসব বিপন্নতার মধ্যে পত্রিকা নিয়ে বিশেষ কিছু বলতে ইচ্ছে করে না। তবুও হৃদয়ের টানেই কাজটি চালিয়ে যেতে হবে বলে, দুই-একটি কথা লেখা জরুরি। বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম করে মুক্তধারা অনলাইন, এপ্রিল ২০২৫-এর প্রকাশ সম্পূর্ণ হলো। মাস হিসেবে ধরলে, এটা আমাদের ২৩ তম প্রকাশ। অর্থাৎ আগামী মাসে আমরা মুক্তধারা-র অনলাইন পত্রিকা হিসেবে প্রকাশের দুই বছর পূর্ণ করতে চলেছি। তার সঙ্গে দুটি মুদ্রিত পত্রিকার (ভাষা এবং মুক্তধারা ) সম্পাদনা-প্রকাশনায় সম্মিলিত প্রায় ২৪ বছরের দীর্ঘ ইতিহাস তো আছেই। এই কাজটির প্রতি আমাদের ভালোবাসা এইসব কাজকর্ম চালিয়ে নিয়ে যেতে প্রেরণা দেয় ঠিক-ই; কিন্তু আমাদের লেখক, পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ ছাড়া সেটা সম্ভব হতো না। তাই তাঁদের অজস্র ধন্যবাদ এবং আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা। 

মুক্তধারা অনলাইন-এ এবার পড়তে পারবেন কবি প্রাণেশ সরকার-এর আত্মজীবনীর ২০ তম পর্ব। এই পর্বটির পরে তিনি সামান্য বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিছুদিন পরে তিনি মুক্তধারা অনলাইন-এর পাতায় আবার লিখতে শুরু করবেন তাঁর আত্মজীবনীর বাকি অংশ। কবি-ঔপন্যাসিক সমরেন্দ্র মণ্ডল এবারেও আছেন তাঁর ধারাবাহিক গদ্যের সপ্তম পর্ব নিয়ে। এপ্রিল ২০২৫-এর মুক্তধারা অনলাইন  সমৃদ্ধ হয়েছে চারটি মুক্তগদ্যের উপস্থিতিতে; সাধারণত যা হয় না। কারণ, গদ্য লেখার লোক কম। ভালো গদ্য লেখার লোক আরও কম। কিন্তু এবারের মুক্তধারা  তার ব্যতিক্রম। যে-কারণে একসঙ্গে এতগুলো ভালো গদ্য আমরা প্রকাশ করতে পেরেছি। এছাড়া আমাদের নিয়মিত কবিতা বিভাগ তো আছেই; যেখানে আমাদের কবিরা লিখেছেন একগুচ্ছ আকর্ষণীয় কবিতা। সব মিলিয়ে এইমাসের মুক্তধারা অনলাইন  আপনাদের মনে থেকে যাওয়ার মতো করেই উপস্থিত হতে পেরেছে বলেই আমার বিশ্বাস। 

আগেই বলেছি, মে ২০২৫-এ অনলাইন পত্রিকা রূপে মুক্তধারা প্রকাশের দুই বছর পূর্ণ হবে। এই উপলক্ষে আমাদের বিশেষ কোনো আয়োজন না-থাকলেও, ভালো মানের পত্রিকা প্রকাশ করার তাগিদ একইরকম থাকবে। আশা করি, আপনাদের শুভেচ্ছাও আমরা একইভাবে পাবো এবং ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা নিলেও সেই শুভেচ্ছার অভাব হবে না।
~ রাহুল ঘোষ 
৩০ এপ্রিল ২০২৫

প্রচ্ছদ-ছবিঋণ : রেস্টজোন


Comments