অনন্যা মান্না

দু'দিন আগের কথা বলছি; তখন আমার ঘোর অতীত।
বিদ্বজ্জনের কাছে গেলে একটা ভয়াবহ নিঃসঙ্কোচ!
সকাল-বিকেল 'আমার' সৌষ্ঠব চরিত্র; মাথার ওপর নিরাপদ ছাদ আর দুটো অলীক ডানা—এই নিয়ে লিখে ফেলেছি ততোধিক 'প্রিয় অসত্যি!'
রাজনীতির আকর্ষ জড়িয়ে থাকতো বোবা জানালায়, অথচ উত্তরীয়-র আলিঙ্গনে নিরেট পক্ষপাত করে গেছি আমিও—দীর্ঘদিন চোখধাঁধানো আলোয় পড়েছি তথাকথিত কালো চশমা! 
তোমাদের মৃত্যু ও যুক্তি নির্বাচনের সারগর্ভে ছুঁড়ে ফেলেছি বারবার—বইয়ের ঘরে এলেই বুঝতে পারি স্বীকৃতি ছিল কতটা অপ্রাকৃতিক; প্রতিটি মুদ্রণে যতটা সত্যি ছিল 'ডারউইন', 'কয়লাখনি', আর 'মাধ্যাকর্ষণ।'

Comments