সুশান্ত সেন

বারণ করলে শুনছে কে
বাতাসের রঙ পাল্টে-পাল্টে
নীলিমার নবতর সংস্করণ এখন
প্রেক্ষাপটে বিদ্যমান।

প্রভাত-ভ্রমণরত সঙ্গী বলে উঠলেন
আজকাল ভালো কথা 
কেউ শুনতে চায় না 
আসুন আমরা পরস্পর দুঃখ-বিনিময় করি।

এখন মুঠোফোনে আয়ত্ত
দুনিয়ার ঝকমারি
সেখানে বারণ নেই 
সেখানে অবাধ বিচরণ—
চব্বিশ ঘণ্টাই।

Comments