অনন্যা মান্না

সহজ কিছু লিখতে গিয়ে বারবার ফিরে আসি এই নিষিক্ত আঙুলে; ওঁদের মতো দুর্বিষহ উপভোক্তা আমায় বাধ্য করে কোনো ফাল্গুনরাতে শব্দের পেলবতা ফুঁড়ে মাটির অনেক গভীরে চলে যেতে!
যেখানে ব্যাপক স্থিরতা শুধু ছুঁয়ে থাকে হাত; কোনো শব্দ নেই; নেই প্রতিরক্ষা—প্রতিটি ভৌতধর্ম ভরে থাকে শুধু নিঃশ্বাসের ভিড়ে! 
সহজ কিছু ভাবতে গিয়েও খুব একা হয়ে ফিরে আসি; আজ যা-কিছু লিখছি তার সবটাই সহজাত—ঠিক যেমন কিশোরীদের রাত্রি নিরাপদ করে রাখে কয়েকটা ধীরোদাত্ত বুক!

Comments