মৌমিতা বসু

শুধিয়েছি প্রায়ই মনকে যখনই, 
যদি মুখোমুখি হই আবার কোনো মন্ত্রবলে,
সাজাবো না শব্দগুচ্ছ তবে, নিছক মুহূর্তের তাগিদে।
চোখ অপারগ বোঝেনি তো কিছুই; হৃদয়ের কথা 
জানাজানিতে...

হয়েছে বিফল মেঘ বৃষ্টিদল দীর্ঘ সময় যাপনে,
চুপ যেন ঠোঁট বিস্ময়ে বিধুর নেমেছে ছায়ার মিছিলে,
আরও একবার বছর পেরিয়ে বেঁচে থাক দিনরাত!
শুরুর গল্প না-হয় এবার ক্ষতস্থানে সঞ্চিত থাক।

Comments