তানিয়া ব্যানার্জি

লন্ডনেই এবার পাকাপাকিভাবে রয়ে যাবে সুপর্ণা। নিয়তি যখন বরাতে লিখেছেন হিমযাপন। আগের মতো আর বৃষ্টি আসে না আকাশ ঝেঁপে, ভাসে না নকশা ধরে কোনো প্লাবন। এখন সবেতেই শুধু ভারসাম্যের কৌতুক, সকালে একঘন্টা মেঘ করলে বিকেলেও একঘন্টা মেঘ করতে হয়। আগে কেমন বৃষ্টির অর্থ ছিল চেরাপুঞ্জি; আর এখন বারোমাসই বৃষ্টি হয়, পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত।

Comments