দেবযানী বন্যা

দিনের জঙ্গল ভাঙছি
খোলামাঠের মুখোমুখি দাঁড়াবোই একদিন...
কাঁটাঝোপে ছড়ে যাচ্ছে ক্ষতের মুখ, 
ঝরে যাচ্ছে স্বখাত বিষাদ।

হে হৃদি-অবাধ্য প্রেম, 
এতবার আঁচড়ের পরে,
বলো, তবু কেন মাখোমাখো রোদে 
আইভিলতার ঝোপে গোলাপির টান!

যে-মেয়েরা কবিতা পড়ে না 
তারাও তো বয়ে যাচ্ছে বেশ...
সহবাসে, খুঁটিনাটি কাজিয়া-অভ্যাসে।

গভীর জলের নিচে বাতাস খারিজ হাবুডুবু 
কবিতার ভ্রূণ খুঁজে কেবলই আখর ভাঙি, 
ভূতুড়ে বাকল খসে যায়।

ওই সেই নীল মাঠ ফুরফুর বাতাসিয়া...
সরে যায়...দূরে যায়, প্রিয় নিরাময়…
দিনের জঙ্গল আরও বিদ্রূপঘন ঘিরে আসে।

Comments