জেগে থাকে ফাঁকা মাঠ, মরা নদী
সেই ফ্যাকাশে নারী খুঁটে তোলে
নক্ষত্র আর আকাশের নান্দনিক দৃশ্য
প্রাচীন দেশ জাপটে
একা হয়ে ওঠে তার সৌন্দর্য
জীর্ণ ভিটের মতন ঘুণধরা শরীর
বিরহের ফোঁটায় উজ্জ্বল
একাকিত্বের অন্তিম ভুবনে
ভালোবাসার দাগের মতন কিছু ওষুধ-গুল্মে
সে পেয়ে যায় পরপারের জীবন
সেখানে আত্মীয় নেই
সে পেয়ে যায় পরপারের জীবন
সেখানে আত্মীয় নেই
আছে পালকের ব্রততে না-ফেরার গল্প
আছে আগলবিহীন ঘরের জমা অন্ধকার
এই সকল সত্য গ্রহণ করার মতো
মুগ্ধ করতল এখানে কারোর নেই।
মুগ্ধ করতল এখানে কারোর নেই।
Comments
Post a Comment