রহিত ঘোষাল

আজ কত তারিখ?
তাছাড়া তুমি এখানে কী মনে করে?
জলে ডুবে মরা তোমার প্রেমিকা 
এখন কোথায়? শরীরসর্বস্ব সভার কাছে যাও,
আমাদের শয্যা খুবই অগভীর 
এখানে তোমার ঘুম হবে না,
পটভূমি আর কাঠামো ওখানে, ওইখানে 
নামিয়ে রাখো, কানামাছি খেলা হলে এসো,
এখন দশটা-দশের ট্রেনে ফিরে যাও,
তোমার ভিটের কাছে ঝর্না আছে বলেছিলে,
ওখানে সময় বড়ো ভিখারি, 
           ওখানে অন্তরাত্মা পাল খায়,

জলে ডুবে মরা তোমার প্রেমিকা 
এখন কোথায়?

Comments