জয়িতা চট্টোপাধ্যায়

মাত্রাহীন একটা প্রশ্ন ধেয়ে আসছে
আমি শব্দকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছি
কবিতাকে ছুঁয়ে অনুভব করতে চাইছি
পুরুষ আর নারীর ব্যথা কি আলাদা?
আসলে অন্তরালে থাকা প্রতিটা আঘাত
মানেই তো কবিতা,
যেখানে কোনো শরীর লিঙ্গভেদে আলাদা নয়,
অভেদ্য,
কবির পোশাক পরে 
আমরা সকলেই
বসে আছি দুঃখের পসরা সাজিয়ে

ভাঙা হাট গায়ে মেখে...

Comments