রঞ্জনা বসু

সময় ডিঙিয়ে যায় সময়ের নিজস্ব কলায়
এসো, সম্ভাবনার গল্প কিছু টাঙিয়ে রাখি
আগুনদুপুর জ্বলে স্লোগান-চিৎকারে
স্থির হয়ে আছে যত চুপকথা উঁকি! 

গোপনে হৃদয় দোলে, সেও দোলাচলে
বিহ্বল শূন্যতায় 'ভালো আছি' বলে
যাপনের কোণ থেকে উঠে আসে
যন্ত্রণা, শব্দ সৃষ্টি যত ঠিকানা খোঁজে। 

ভরদুপুরে ভাতের গন্ধে প্রাণধারণের আশা
দুপুর ফুরিয়ে আসে সেই কথা ভেবে
সংবেদনশীল মন নিঃস্ব হতে-হতে
ধূসর ক্যানভাসেই অভিমান আঁকে।

খেলছে পৃথিবী তার স্বমহিমায়
গড়ানো আবেগ মেশা শূন্যস্থানে
রসাতল থেকে উঠে আসছে মানুষ
চিতার আগুনে পুড়ে ঘুমোতে চেয়ে। 

Comments