নিশিকান্ত বাউল

পাতার আড়াল থেকে শিস দেয় ভাঁজ-করা রোদ 
ভাতঘুমে পুড়ে যায় চোখের পলক 
হেলানো বটের নিচ দিয়ে নতমুখী নদী কথা বলে
আঁধারের ফুলে জমে উঠে কোলাহল 

আমাদের মর্মরধ্বনি আছে, নদী আছে
বৃষ্টির গানে লেখা হাজারো কবিতা আছে
চওড়া রাজপথ আছে, মেঠোপথ আছে 

নির্ঘুম রোদ ঝুলে আছে বৃক্ষের ডালে 
নদী-মাঠ চাঁদের মুখমণ্ডলে আমরাও চাঁদ
আলোর দানার মতো শস্যেরা মাঠ জুড়ে খেলা করে 

অন্ধকার বাড়ে ঘরের দৈর্ঘ্য-প্রস্থ বাড়ে 
খোপের কবুতর ডেকে যায় 
আমাদের চোখ ঝুলে থাকে
বেঁচে থাকা ঝুলে থাকে
ঝুলে থাকে ঘর সংসার ভালোবাসা
মারণাস্ত্রের মুখে ঝুলে থাকে মানচিত্রের গান।

Comments