তুষার আচার্য

ক্লান্ত বিকেলে পা টেনে হাঁটি,
আকাশে জমে থাকা ধুলো,
মনেও একটুআধটু...কুয়াশা।

রাস্তায় আলো, তবু পথ অন্ধ,
চোখের নিচে রাত জমে আছে,
আশার ইশারায় থেমে-থেমে হাঁটছি।

ইচ্ছেরা জেগে থাকে,
বুকের কাঁপন অবলীলায় বাজে,
কে বলে এ-প্রেম বাধ্যতা?

শুধু আত্মিকতায় ভর্তি,
শুধু নিঃশব্দ এক উপাচার,
সময় এসে দাঁড়ায়...একা।

Comments