এত রক্ত পড়ে আছে পথে, এত নিষ্প্রাণ দেহ
সন্ত্রাসী হামলা বুকে নিয়ে উপত্যকা সে নিথর
রাত্রি জেগে আছে, ঘুম নেই মানুষের চোখে—
শিশুও বিস্ময় নিয়ে সন্ত্রস্ত ভয়ের মধ্যে থাকে।
ড্রোনের হামলা হচ্ছে, মিসাইলের অগ্নি-গর্জন
কাদের বিষদাঁত ভেঙে যাবে আজ! ষড়যন্ত্রী
যারা তাদের চোখের ঘুম কেড়ে নেবে সেনা।
এই সেই অন্ধকার দিন, লড়াই জারি হলো রাতে
নির্ঘুম সেনানী শক্ত চোয়ালে, প্রত্যাঘাত দিতে
প্রস্তুত; বিশ্বাস ফেরাতে হবে মানুষের মনে।
দেশ আজ মাতৃভূমি, দেশ আজ ভ্রাতৃভূমি—
সে-ভূমি রক্তাক্ত হলো, ঘাতকের বুলেট মানবতা
হত্যা করে, নিষ্পাপ দেহ পোড়ে। আগুনের
দৃপ্ত শিখা জন্ম দিক সন্ত্রাসের নিশ্চিত বিনাশ!
Comments
Post a Comment