বহু প্রাচীন এই
কয়েদখানার দেওয়াল পাথরের
গবাক্ষে কোনো গরাদ নেই
ঘুলঘুলি চুঁয়ে নামে হিম
ক্ষয়রুগীর হলুদ কফ কণা জ্যোৎস্না
এই কয়েদখানার
পাশে এক পরিত্যক্ত ইঁদারা
দু'পাশে দাঁড়িয়ে আছে
জীর্ণ কাষ্ঠবাহু
মরচে ধরা লোহার কপিকল
সযত্নে রক্ষিত আছে সংসদ ভবনে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে
আমার ঘুম অধরা
থেকে যায়
কারারক্ষক এখনও
সংগ্রহ করতে পারেনি মোমঘষা একখণ্ড শণের দড়ি
টেন্ডারে আটক থাকে আমার ঘুম।
Comments
Post a Comment