নিশিকান্ত বাউল

একটা তপ্ত মরুভূমি
একঝাঁক পাখি ডাল ছেড়ে যাচ্ছে 
ফুলগুলো জেনে গেছে আর বসন্ত আসবে না 
হাতের আঙুলে সূর্যের মতো শাখাহীন বৃত্ত
তুমি নেই 
আমি নাগরিক যাযাবর হতে শিখে গেছি
নাম আছে, ঘর নেই 
আমার ঘুম নেই।

আঁকতে চেয়ে ফর্সা ছবি
ডুবে গেলাম রঙ-তুলি ও ক্যানভাসের গহীনে 
যে-আঙুলে কবিতারা নাচে, সে-আঙুলও ট্রিগারে রাখে হাত 
যে-কোনো চোখকেই যুদ্ধক্ষেত্র মনে হয়
নগরীর পথঘাটে অপারেশনের মহড়া 
আমি ফিরে আসি 
নির্ঘুম অপেক্ষায় হারিয়ে যায় তোমার মুখ। 

বলো কী করে থামি এই লাল বৃষ্টিপাতে
হাঁটতে-হাঁটতে খেয়ে ফেলি 
একেকটা দিন
একেকটা রাত। 

Comments