মহুয়া গাঙ্গুলি

সাদা-কালো কিছু শব্দ সিলিং জুড়ে ভাসে
কিছুটা দুর্বোধ্য, অথচ উপলক্ষ বড়ো যন্ত্রণার...
নিরাশার বালুচরে দগ্ধ হৃদয় উন্মুখ শীতল স্পর্শে।
হঠাৎই ঘুম ভাঙার মাঝে অস্ফুটে আর্তনাদ
ঘুমের ঘোরে দেখা এক পহেলগাঁও....
অযথাই ভাবা! কতশত খবর, রাতদিন কত প্রাণ যায় আর জন্মায়, তবু তো খোলা চোখে একবার দেখা—
এ-পৃথিবী গদ্যময়।
প্রয়োজনে গাছ কাটা হয়, প্রয়োজনে মানুষ বলি হয়
জীবনদর্শনটাই তো তাই...
"জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে,"—
রাতদিন চোখ দুটো এক হলেই, সুখের স্বপ্ন শুরু
পাকতে দেওয়ার আগেই ঘুম ঝরে পড়ে আধভাঙা স্বপ্ন আর বাস্তব ভুলে!
ফ্যালফ্যালে চোখ দুটো ছায়া দেখে পাশে...
প্রয়োজনে মরতে-মরতে অভ্যাসের অভিযোগ 
সিলিং ছুঁয়ে ফেলে;
জন্মালে মরতে হলেও হতে পারে সময়ে, 
কখনও অসময়ের পাশে বসে। 

Comments