মনোজ অধিকারী

শুনতাম, আকাশভরা সূর্য-তারা

আজ দেখলাম, আকাশভরা যুদ্ধবিমান

 

আগে পিঠে পিঠ ঠেকিয়ে

দেখতাম কতরকমের সূর্যাস্ত, আলো

 

এখন দেওয়ালে পিঠ চুলকে নিচ্ছি খসখসে চাম

এখন আর তখন সবই


পুরোনো চাল ভাতে বাড়ছে, বিভিন্ন স্বাদের ঘুম।

 

 

Comments