রঞ্জনা বসু

ঘুমহীন রাত আমাকে নিয়ে এল
                                         খোলা জানালায়
ভগ্ন সময়ের পাশে দেখি, যতখানি অন্ধকার
                                            ততটাই আলো
বলতে থাকে যেন—
আমার বুকের কাছে ঝাঁপ দিলি কেন? 

আকাশে ছড়িয়ে ছিল চন্দ্রাবতী শোভা
পরিপাটি তখনও আমার নিভাঁজ শয্যা! 

এতকিছুর পরেও মনে হলো, ঘুম নেই কেন?
 শান্তি কি অধরা তবে! কতকাল হয়ে গেল
                         স্মৃতি আগলে আছি বসে। 

বিষণ্ণ অসুখের ব্যথা নিরাময়ে
বুঁদ হয়ে ডুবে থাকা নিস্তব্ধ অনুভবে
যেভাবে সূর্য ডোবে গোধূলি আকাশে। 

ঘুমহীন রাত ওই অনন্ত আকাশ আজ
ভালোবাসার কবিতা হতেই পারে—

আমি সেই কবিতার নাম দেবো চন্দ্রাবতী
তার সাথে রাত জাগা, চন্দ্রপুরে
ঝরে যাবে জীবনের ক্লান্তি যত
হৃদয় শান্ত হবে চাঁদের মতো
অভিযোগ অভিমান ম্লান হয়ে যাবে
দুইচোখে ঘুম এসে, পুরোনো বিষাদ
সব মুছিয়ে দেবে। 

Comments