পিঙ্কি দাশ

অর্ধেক বসন্ত কেটে গেল 
অর্ধেক জানালা খোলা রেখে;
জানালার বাইরে আধফালি চাঁদ 
জেগে-জেগে স্বপ্ন ধুয়ে যায় 
রুপোলি জ্যোৎস্নায়।

স্বপ্নেরা হেঁটে-চলে বেড়ায়
বালিশে-চাদরে  
আধখোলা চুলে,
মিহিসুতোয় বোনা ফুলেল আঁচলে।

আধফালি চাঁদ জেগে থাকে,
জ্যোৎস্না বিলোতে-বিলোতে এগিয়ে চলে 
এক জানালা থেকে আর-এক জানালায়—
অক্ষরেখা বদলায়,
বদলায় রাত, বদলায় ঋতু 
বদলে যায় গোলার্ধ;

মায়াবী স্বপ্নের জমাট বুনোনে 
কেটে যায় 
একটা গোটা নির্ঘুম রাত।

Comments