নবপর্যায়ে মুক্তধারা দ্বিতীয় বছর পূর্ণ করার সময়েই আমরা ভেবেছি, মুক্তধারা অনলাইন-এর পরবর্তী সংখ্যাগুলি এখন থেকে হবে বিষয় বা ভাবনা-ভিত্তিক। এমন নয় যে, এইরকম কাজ আমরা আগে করিনি। এর আগে রবীন্দ্রনাথ ও দুর্গাপূজা—বাঙালির এই দুই চিরকালীন আবেগকে কেন্দ্র করে আমাদের দুটি সংখ্যা হয়েছে। কিন্তু এবার থেকে আমরা নিয়মিতভাবেই আরও বিভিন্ন স্তরের ভাবনাকে টেনে নিয়ে এইধরনের কাজ করার কথা ভেবেছি। সেই সিদ্ধান্ত অনুযায়ী মুক্তধারা অনলাইন-এর জুন ২০২৫ সংখ্যার থিম ভাবা হয়েছিল—ঘুম নেই। আজকের মানুষের ব্যক্তিজীবন হোক বা গোষ্ঠীজীবন, সমাজ হোক বা কর্মক্ষেত্র, রাজ্য হোক বা দেশ, মহাদেশ হোক বা পৃথিবী...শান্তি, স্বস্তি, নিরাপত্তার সর্বত্রই বড়ো অভাব! সন্দেহ নেই, ব্যক্তিজীবনের অনিশ্চয়তা-অপ্রাপ্তি যেমন আমাদের আক্রান্ত করে, তেমন-ই সামাজিক ক্ষেত্রেও নির্মমতার সাক্ষী হওয়াই যেন আমাদের ভবিতব্য! বিশেষ করে, সংবেদনশীল মানুষের যন্ত্রণা আরও বেশি। এই অন্ধকার-সময়ে তাই আক্ষরিক অর্থে হোক বা না-হোক, বৃহত্তর অর্থে নিদ্রাহীনতা-ই আমাদের জীবনযাপনের নিশ্চিত সঙ্গী। মুক্তধারা অনলাইন-এর এই সংখ্যার লেখকেরা উনিশটি কবিতা, সাতটি মুক্তগদ্য, দুটি গল্প এবং একটি অণুগল্প দিয়ে বেঁধেছেন আমাদের সংকট-যাপনের এই দিনকালের কথা। সঙ্গে আমাদের নিয়মিত বিভাগের লেখা অর্থাৎ ধারাবাহিক গদ্য তো থাকছেই। আর থাকছে, এই সময়ের উল্লেখযোগ্য একটি লিটল ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যা নিয়ে একটি বিস্তারিত আলোচনা। আমাদের এই প্রয়াস পাঠকের ভালোলাগা পেতে সমর্থ হবে, এই-ই আমাদের আশা।
~ রাহুল ঘোষ
১৭ জুন ২০২৫
প্রচ্ছদের ছবি-ঋণ : রেস্টজোন
Comments
Post a Comment