শর্মিষ্ঠা ঘোষ

এখানে বিশেষজ্ঞের ঢল এখানেই আসি যে-কোনো অসুখে। দেখি, মুষলপর্বের পর রম্যরচনা ছাড়া কিছু নেই
'রম্যাণি বীক্ষ্য', বলেছি মনকে 
বলেছি যে-স্বপ্নে ঘি নেই সে বড়ো দিওয়ানা সনম
সব ব্যর্থতা ঢেকে ফেলি ঘুমে সব অভিমান 
রজনীগন্ধা ফিসফিস নামে সাদা জোছনায় 
পাতাদের বৈধ-অবৈধ নির্ঘুম জানে 
আর জানে ব্যথার মলম।

Comments