রাতে ঘুমোতে যাবো মেয়েমানুষ ছাড়া—যেমন গিয়ে থাকি
কাল
দিনের সঙ্গে এসপার ওসপার হবে যা-হোক
এইমাত্র মোড়ের দোকানে দাঁড়িয়ে
সিগ্রেট কিনলাম মদ কেনার পয়সা নেই
পাশেই জানলাবিহীন নক্ষত্রের বাড়ি
কী শার্প তোমার মাথা কী মানবিক শ্রমিকদিবসে হাতুড়ি-মার্কার নিচে
তুমি দেখিয়ে দিলে শতকরা কতজন শ্রমিক সমকামী
কোনদিকে পাঠাগার আর কোনদিকে পাবলিক টয়লেট
দর্জি আমার জামা উল্টো সেলাই করেছে
যেন বাইরে থেকেই আমার লোভ আর লাম্পট্য দেখা যায়
এইমাত্র একটা চিন্তা ধাঁ করে আমার বামকান ঘেঁষে বেরিয়ে
ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যালের সেমিনার-কক্ষের দরজায়
ধাক্কা খেল
সত্যি কী হাসি-হাসি গ্যালাক্সি
রক্তমাখা ফুল
সার্ত্র না-জানা নিঃসন্তান বেশ্যা
Comments
Post a Comment