চন্দ্রানী মজুমদার

আজকাল রাতে ঘুম আসে না,
বড়ো আতঙ্কে কাটে রাতগুলো।
বারেবারে সেই ছেলেবেলার কথা মনে পড়ে,
যদি ফেরা যেত সেই অতীতে...
নিজের যত ভুল সবকিছু শুধরে নিতাম,
আরও একবার গাইতাম বেঁচে থাকার গান।
সেই বেঁচে থাকার আনন্দে হয়তো তোমাকেও সঙ্গে পেতাম!
বর্তমানের জীবন-ক্যানভাস সেজে উঠতো অন্য রঙে,
কারণ এখানে হারানোর কিছু নেই...
যা-কিছু হারানোর ছিল, অতীতে ফিরে শুধরে নিয়েছি
আজ এই জ্যোৎস্নারাতে শুধু তুমি আর আমি আছি।

Comments